নিজস্ব প্রতিবেদক: আধোপতিত সমাজ ব্যবস্থাকে রুখতে রুহুল আমিন কায়সারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজনীতা অপরিসীম বলে মন্তব্যে সভাপতি। ১৬ মার্চ শনিবার বেলা ৩ টায় ৭৮/এ পুরানা পল্টন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় অফিসে রুহল আমীন কায়সারের, ৪৯ তম মৃত্যু বাষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোসাদেক হোসেন স্বপন । আলোচনা করেন হারুনর রশীদ ভূইয়া, মোকাদ্দেম হোসেন, সামছুল আলম জুলফিকার,মোতালেব হোসেন, আশরাফ সরকার , শওকাত হোসেন , বজলুর রহমান বাবলু,এ এ এম ফয়েজ, হারুনুর রশিদ,নুর রহমান জাহাঙ্গীর,আবু সুফিয়ান প্রমুখ । বক্তরা বলেন মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক রুহুল আমীন কায়সারের মত সমাজ নিবেদিত মানুষদের আর্দশ অনুসরণ না করা ও তাদের যতার্থ মূল্যায়ন না করার কারণে দেশের রাজনীতিতে দুর্বিত্বের অনুপ্রবেশ ঘটেছে। বক্তারা আরো বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় পুঁজিবাদের সর্বোচ্চ রুপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জনগণের সম্পদ লুট, স্বেচ্ছাচারিতা, একনায়কতান্ত্রীক শাসন ব্যবস্থা কায়েম, মানবতাবিরোধী আইন কানুন ও কার্যকলাপ সবই সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কাজ । এর বিরুদ্ধে মেহনতি মানুষকে সচেতন ও সংগঠিত হতে হবে। শোষণ – বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে উন্নয়নের নামে জনগণের সম্পদ হরিলুট, বিদেশে সম্পদ পাচার, বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি,ব্যাংক,বীমা ডাকাতি ও ডাকাতিতে সহযোগিতা যা বর্তমান সরকারের মূল নীতি হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূ্ল্যের অসহনীয় উর্ধ্বগতি যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে । মেহনতি মানুষকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত করে অধিকার আদায়ের আন্দোলনে শামিল করতে পারাই হবে রুহুল আমিন কায়সারের মৃত্যুবার্ষিকীর অঙ্গীকার ।
47