
সংগ্রাম দত্ত: অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কম-এর সম্পাদক, কবি , সাহিত্যিক সৌমিত্র দেব টিটু আর নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল২০২৫ ) ৯ ঘটিকায় শারীরিকভাবে অসুস্থ হলে তার স্ত্রী পলা দেব কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি এজমা- শ্বাসকষ্টে ভোগছিলেন।
১৯৭০ সালের ২৭ শে জুলাই মৌলভীবাজার জেলা শহরে তাঁর জন্ম । তাঁর পিতা-মাতা যথাক্রমে সুশীতল দেব ও মায়া দেব। তাদের পারিবারিক গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উচাইল গ্রামে।
‘৯০ এর দশক থেকে তিনি কবিতা, সাহিত্য ও সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। বেশ কয়েক বছর পূর্বে তিনি সাংবাদিকতার উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
কবি সৌমিত্র দেব কবিতা , সাহিত্য ও সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন।
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন।
পেশাগত জীবনে দৈনিক প্রথম আলো ও দৈনিক মানবজমিন এর সহকারী সম্পাদক দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা ও সম্পাদনায় ৪০ টি বই প্রকাশনা করেছেন। ঢাকাস্থ জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন।
সরকার ৭ মার্চ ও ১৫ই আগস্ট সরকারি ছুটি বাতিলের দাবিতে ক্রিয়েটিভ রাইটার্স এসোসিয়েশনের ব্যানারে তিনি ও কিছু লেখক জাতীয় প্রেসক্লাবের সামনে
গত ১৯ অক্টোবর ২০২৪
প্রতিবাদ সমাবেশ করতে গেলে প্রতিপক্ষের হামলায় তিনিসহ কয়েকজন আহত হন।
সন্ধ্যার পর মৌলভীবাজার জেলা শহরের শহীদ মিনারে তাঁর মরদেহ নেয়া হলে সেখানে তাঁকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বসাধারণ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।