নিজস্ব প্রতিবেদক: এবার নির্বাচনের মাঠেও ভক্তকে চড় মারলেন নৌকার প্রার্থী সাকিব আল হাসান। জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন।
রবিবার দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় নিজের একটি আসনে ভোট পর্যবেক্ষণে গেলে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্ত-সমর্থকরা। এসময় অনেকে তার সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে যান। তখন অনেক মানুষের ধাক্কাধাক্কির কারণে ভিড়ের মধ্যে সাকিব ভালো করে হাঁটতেও পারছিলেন না। তখন মেজাজ হারিয়ে এক ভক্তকে চড় মারেন সাকিব।