অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে ব্যাটার দেবদূত পডিক্কেলের। বৃহস্পতিবার (৭ মার্চ) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে তাকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এ নিয়ে ইংলিশদের বিপক্ষে সিরিজে অভিষেক হয়েছে মোট ৫ ভারতীয় ক্রিকেটারের।
এর আগে অভিষেক হয়েছিল সরফরাজ খান, দ্রুব জুরেল, রাজত পতিদার ও আকাশ দিপের।
সিরিজে এরই মধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আজ সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বাড়িয়ে নিতে এই ম্যাচটি জিততে চায় ইংলিশরা। ঠিক একই কারণে ভারতের কাছেও ম্যাচটি গুরুত্বপূর্ণ।