এক পরিবারে দুই নক্ষত্র: ছাতক প্রেসক্লাব সভাপতির ছেলে ও ভাতিজার জিপিএ-৫ অর্জন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলে সুনামগঞ্জের ছাতক উপজেলায় আনন্দের বন্যা বইছে। উপজেলার তাতিকোনা গ্রামের দুই মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে পরিবার ও এলাকাবাসীর জন্য বয়ে এনেছে অনন্য গৌরব। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং তাদের এই সাফল্যে পুরো এলাকা গর্বিত।
কৃতি শিক্ষার্থীদের একজন এহতেশামুল করিম তালুকদার ফাহিয়ান। সে সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। ফাহিয়ান ছাতক প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার এবং গৃহিণী জাহেদা বেগম লিপি দম্পতির সুযোগ্য সন্তান।

অপরদিকে, সিলেটের আরেক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ওবায়দুল করিম তালুকদার রিফাত। সে ছাতকের পরিচিত মুখ, আইনজীবী এডভোকেট রেজাউল করিম তালুকদার এবং নুরুন নাহার সিদ্দিকা রেজু দম্পতির একমাত্র ছেলে।
একই পরিবারের দুই সন্তানের এমন অসাধারণ সাফল্যে তাদের পরিবার, শিক্ষক এবং আত্মীয়-স্বজনরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা এই দুই কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, ফাহিয়ান ও রিফাতের মতো মেধাবীরাই একদিন নিজেদের প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সকলে।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button