জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এই বন্যা পরিকল্পিত, ভারত বাংলাদেশের মানুষের উপর শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের বন্ধু না বরং শত্রু। তিনি বন্যার্তদের উদ্দেশ্য করে বলেন আপনারা ভয় পাবেন না দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে।
রবিবার দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ও বশিকপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট বুঝি, আপনাদের কষ্ট শেয়ার করতে আমি আপনাদের কাছে ছুটে এসেছি। তারেক রহমান দেশের এই ক্লান্তি কালে দলের প্রতিটি নেতাকর্মীকে আপনাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আপনারা আশাহত হবেন না, বন্যা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন, মানুষ দৃষ্ট এই বন্যায় আপনারা এখন কষ্টের মধ্যে রয়েছেন। তারা সবসময় আমাদের দেশের মানুষকে কষ্ট দিয়ে আসছে, আর আমাদের দেশের পলাতক সাবেক অবৈধ প্রধানমন্ত্রী ও তাঁর দল আওয়ামী লীগ সবসময় তাঁদেরকে আমাদের বন্ধু বলে উপস্থাপন করেছে। আসলে তাঁরা আমাদের আসল বন্ধু না। আওয়ামী লীগ সব সময় জাতীর সাথে মিথ্যা চার করেছে,
একারণে তারা পালিয়ে গেছে, কিন্তু ক্ষমতায় না থাকায় অবস্থায় বিএনপির কোন নেতাকর্মী পালায় নি। আমরা সবায় আওয়ামী সরকারের সকল নির্যাতন সর্জ করে দেশের মানুষের পাশে ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকবো।
বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় ও বৈষম্যরিরোধী আন্দোলনে নিহতদের সরণে এবং দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি আজিম উদ্দিন সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল দাদা, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিঃ যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহবায়ক খালেদ মোহাম্মদ আলী কিরণ, সৌরভ হোসেন বুলু, এটিএম ফরিদ উদ্দিন, যুবদল নেতা শামছুল আহসান মামুন প্রমুখ।