নুর মোহাম্মদ সিকদার: উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে পুষ্পিত শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। ৩ জুন বিকেলে উখিয়ায় সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।পরে সংগঠনের সার্বিক অগ্রগতি বিষয়ে চেয়ারম্যান’কে অবহিত করা হয়। এসময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম কাশেম, সহসভাপতি জহির আহমেদ, উপজেলা সদস্য ও সোনারপাড়া বাজার শাখার সভাপতি গিয়াস উদ্দিন, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আক্তার কামাল, উপজেলা সদস্য আব্বাস উদ্দিন,থাইংখালী বাজার শাখার সভাপতি আবদুল কাদের, কুতুপালং বাজার শাখার সাধারণ সম্পাদক নুরুল আবছার, অর্থ সম্পাদক মো রাসেল উদ্দিন, উখিয়া বাজার শাখার অর্থ সম্পাদক সবুজ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদুল হক, পালংখালী বাজার শাখার হোসাইন গাজী প্রমুখ সহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
4