
মাহবুব, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে সুমী খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত রোববার (২২ জুন) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত সুমী খাতুন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর সরদার পাড়া এলাকার মো. রফিকুল সরদারের স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত শনিবার (২১ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সুমী খাতুন নিজের ঘরে বিছানায় মশারি টাঙাচ্ছিলেন। এ সময় হঠাৎ তাকে কিছু এক কামড় দেয়। কিন্তু অন্ধকারে সাপ দেখতে না পাওয়ায় তিনি বিষয়টিকে ইঁদুর বা অন্য কোনো পোকার কামড় ভেবে গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েন।
তবে রাত বাড়ার সাথে সাথে তার শরীরে তীব্র জ্বালা-পোড়া শুরু হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। কিন্তু রাজশাহী নেওয়ার পথেই রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।