
জহিরুল ইসলাম,পটুয়াখালীঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পটুয়াখালী উপ-শাখার নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আইইবি কর্তৃপক্ষ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আইইবির কাউন্সিল সভার অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাবির মোস্তফা খান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ শাহীন ইসমাইল, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. হোসেন আলী এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. গোলাম রহমান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রকৌশলী মো. সোহরাব হোসেন, প্রকৌশলী মো. শফিক হোসেন, প্রকৌশলী মো. আব্দুল হোসেন, প্রকৌশলী মো. শাহিনুর রহমান ও প্রকৌশলী মো. মাসুম ইসলাম।
আইইবি সূত্রে জানা গেছে, নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং পটুয়াখালী জেলার প্রকৌশলীদের পেশাগত ও সামাজিক উন্নয়নে কাজ করবে।




