জহিুরল ইসলাম পটুয়াখালী: সম্প্রতি কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পটুয়াখালী জেলার ২২জন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে আয়েশা হাফিজ ফাউন্ডেশন।
শনিবার (১০ আগস্ট) জেলার বিভিন্ন উপজেলার নিহতদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময় ও খাদ্য সহায়তা প্রদান করে ফাউন্ডেশনের কর্ণধার ও জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের সহধর্মিণী আয়েশা হুমায়রা।
এ উদ্যোগটি বাস্তবায়নে সহযোগীতা করছে স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা।
এসময় পটুয়াখালী সদরে তিন, দুমকিতে দুই, বাউফলে ছয়, দশমিনায় দুই, গলাচিপায় পাঁচ, রাঙ্গাবালীতে এক ও মির্জাগঞ্জে একজনের পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতিটি প্যাকেজে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, এক কেজি করে পেয়াজ, ডাল, চিনি, আটা, লবণ ও দুইটিকে সাবান রয়েছে।
এসময় সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দেন আয়েশা হুমায়রা।