আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যােগে ২০২৪ সনের এসএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল বুধবার(১২ জুন) উপজেলা অডিটারিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ওমর ফারুক সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন থেকেই তোমাদের লক্ষ নির্ধারন করে পড়া চালিয় যাবে। কেননা তোমাদের নিজস্ব জ্ঞান বিবেক বুদ্ধি আছে। তিনি শিক্ষার্থীদের নেশা, অসৎ আড্ডা, মোবাইল আসক্ত থেকে দুর থাকাতে পরামর্শ দেন।
অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।