অনলাইন ডেস্ক: যানজটের নগরী ঢাকার বাসিন্দাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল মেট্রোরেল। তবে দুবৃর্ত্তদের তাণ্ডবে সাময়িকভাবে সেই আশীর্বাদ থেকে আপাতত বঞ্চিত নগরবাসী।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা হামলা চালিয়েছে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে।
আর এই প্রেক্ষাপটে জরুরি মেরামতের প্রয়োজনে এবং জনগণের জানমালের নিরপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতেসরকারি চাকরিতে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে শনিবার (২০ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দুটি স্টেশনে ভয়াবহ হামলার পর এই সিদ্ধান্ত নেয় মেট্টো কর্তৃপক্ষ।
এদিকে, রবিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিটিএমসিএল এর চেয়ারম্যান এম এ এন সিদ্দিক জানান, মেট্রোরেল চলাচল কবে থেকে শুরু হবে সেটি জানতে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এর আগে শনিবার তিনি জানান, দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে অন্তত এক বছর লাগবে।