
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার সম্মানিত জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শুক্রবার (আজ) দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। পরিদর্শনকালে স্থানীয়রা রাবার ড্যাম সংরক্ষণ, নদী ভাঙন প্রতিরোধে ড্রেজার বন্ধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। পরিদর্শন শেষে জেলাপ্রশাসক নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ ঘোষণা করেন— • খাসিয়ামারা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। • রাবার ড্যামের ভেতরে কোনো স্টিলবডি নৌকা চলাচল করতে পারবে না। • রাবার ড্যামের উত্তর পার্শ্ব থেকে আগামী ৭ দিনের মধ্যে বালুমহাল ইজারাদার কর্তৃক সব ড্রেজার ও স্টিলবডি নৌকা অপসারণ করতে হবে। • এলজিইডি, সুনামগঞ্জ রাবার ড্যামের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দেবে এবং ক্ষতিপূরণ ইজারাদারের কাছ থেকে আদায় করা হবে। • লিয়াকতগঞ্জ বাজারে ড্রেন নির্মাণ ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে। • খাসিয়ামারা নদীতে স্থাপিত রাবার ড্যাম প্রান্ত থেকে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধ, রাবার ড্যাম রক্ষা এবং স্থানীয় জনস্বার্থে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।




