শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে  প্রথমবারের মত গণিত উৎসব অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব (২০২৪) আজ শনিবার (৯ মার্চ) উপজেলা পরিষদ মাঠে সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত
প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই গণিত উৎসবে অংশ গ্রহণ করেন।
উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন  বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উম্মে বিনতে সালাম,
এর সভাপতিত্বে ওভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার মনির,
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সুমন কুমার দাশ, বাতিঘর প্রকাশনার প্রকাশক দীপংকর দাশ, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার  শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী সহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। গণিত উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল,ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button