
কাজী নূরনবী নাইস ,জেলা প্রতিনিধি নওগাঁঃ আজ জুম্মার নামাজ শেষে নওগাঁর মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বর ২০২৫ সালের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের দাবি জানায়।
জেলা জামায়াতে ইসলামী সংগ্রামী সেক্রেটারি আ. স. ম সায়েম তার বক্তব্যে বলেন, “আমাদের দাবি হলো আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রজাতন্ত্র (পিআর)পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
সমাবেশে আরও দাবি করা হয় যে, বর্তমান ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও আহ্বান জানান বক্তারা।
জেলা নেতারা সমাবেশে বলেন, “৫ দফা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের স্বার্থে আমাদের এই দাবি একান্ত গুরুত্বপূর্ণ।




