ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‌্যালিতে জনতার ঢল

শাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। বুধবার দুপুরে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীন চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই র‌্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের আগমন শুরু হয়। র‌্যালিতে বাদ্যযন্ত্র, রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দৃশ্যমান উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে।

র‌্যালি শেষে স্বাধীন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, যুবদল নেতা আহসান হাবিব রণকসহ আরও অনেকে।

সমাবেশে এম এ মজিদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে উদিত হয় স্বাধীনতার নতুন সূর্য। মত-পথ ভিন্ন হলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা এক।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button