
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রাম বোবরথলে একটি ছাগল খাওয়ার সময় ধরা পড়ার পর বিশাল আকৃতির একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে।
জানা যায়, সম্প্রতি গ্রাম থেকে একের পর এক প্রায় ৫-৬টি পালিত ছাগল নিখোঁজ হচ্ছিল। প্রথমে গ্রামবাসীরা ধারণা করেছিলেন, কোনো চোর ছাগলগুলো ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে কয়েকজন বাসিন্দা দেখতে পান, একটি বিশাল অজগর সাপ জীবন্ত একটি ছাগলকে গিলে খাওয়ার চেষ্টা করছে। খবরটি ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে অজগরটিকে পিটিয়ে হত্যা করে।
এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবেশকর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
স্থানীয় পরিবেশকর্মী সাঈব আহমদ গণমাধ্যম কর্মীদের বলেন, “বন্যপ্রাণী আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। সামান্য একটি ছাগল খাওয়াকে কেন্দ্র করে অজগরের মতো একটি বিপন্নপ্রায় সাপকে এভাবে পিটিয়ে মারা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। এটি আইনগতভাবেও একটি বড় অপরাধ।”
বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা গণমাধ্যম কর্মীদের জানান, ঘটনাটি জানার সাথে সাথেই বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যম কর্মীদের বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করছে।