গণঅভ্যুত্থানে ৮ শহীদ পরিবারের মাঝে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ

কাজী নূরনবী,জেলা প্রতিনিধি নওগাঁঃ জুলাই গণঅভ্যুত্থানে নওগাঁ জেলায় ৮ জন শহীদের পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদানকৃত ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেককে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন।

শহীদ পরিবারের সঞ্চয়পত্রপ্রাপ্ত সদস্যরা হলেন- জেলার নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের মো. মামুন সরদারের ছেলে রায়হান আলী, ধামইহাট উপজেলার কৈগ্রাম ফারসিপাড়া গ্রামের মৃত ছাকোয়াত হোসেনের ছেলে বায়েজিদ বোস্তামী, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফরের ছেলে শেখ ফাহমিন জাফর, একই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে শাখিল আনোয়ার, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল, একই উপজেলার দপ্তরী পাড়া গ্রামের এনাব নাজেজের ছেলে আস সাবুর, মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামের পিন্টু রহমানের ছেলে রাসেল রানা ও বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে রিদোয়ান শরীফ রিয়াদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মো. মুনির আকন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, নওগাঁ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও ছাত্র প্রতিনিধিবৃন্দ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button