
আনোয়ার হোসেন, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জনসমক্ষে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষের সঞ্চার হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী ক্যানেলের ধারে এই অভিযান পরিচালিত হয়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় মোঃ রাশেদুল ইসলাম কালটা (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল মজিদের ছেলে।
আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রসিকিউশনে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ থানার এসআই মোঃ আলমগীর।
এই অভিযানে উপস্থিত জনসাধারণ জানান, দীর্ঘদিন ধরে কিছু তরুণ এলাকায় গোপনে মাদক সেবন করে আসছিল। এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল। দৃষ্টান্তমূলক এই শাস্তির ফলে ভবিষ্যতে অন্যরা সতর্ক হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন—
“জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”




